মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
ইন্জিন বিকল হয়ে ৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুইটি ট্রলার থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এ জেলেদের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। 
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের আকরাম পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকা থেকে বিকল এফ,বি ‘রিভার মেট’ নামক ফিশিং ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। আর বঙ্গোপসাগরের মহিপুর মোহনা থেকেও ৬ নটিক্যাল মাইল গভীর সাগর থেকে ইন্জিন বিকল এফ,বি ‘মায়ের দোয়া’ ট্রলার থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরে ভাসতে থাকা এ ট্রলার দুইটির ৪৪ জেলেকে উদ্ধার করা হয়। ঝড়ের কবলে পড়ে ট্রলারের ক্রাংকস্যাফ্ট ও পিস্টন ভেঙ্গে যাওয়ায় ৫ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিলো এ ট্রলার দু’টি। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বলেও জানায় কোস্ট গার্ড’র এ কর্মকর্তা।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here