সুখ স্বপ্ন
-সজল মনির
জানি ফুসরত নেই,
হাজারো কাজের পাহাড়,
সঠিক ভাবে সমন্বয়
করতে হয় তোমার।
অফিসে কাজ বাসায় কাজ
কত ফরমায়েশ,
গ্রাহক, বস আর ঘর সামলাতেই
সকল সময় শেষ।
অন্য কিছু ভাববার তাই
সময় কি আর আছে?
আমার কথা বাদই দিলাম
রেখেছ যে তফাতে।
তুমি কি আজ সাজবে অনেক
সকল কাজের পরে?
আজ যে তোমার পার্টি আছে
সাঁঝের একটু পরে।
তাই বুঝি আজ দ্রুতলয়ে
সকল কর্মযোগ,
শেষ করছো দিয়ে তুমি
অধিক মনযোগ।
কেমন সাজে সাজবে তুমি
দেখার সাধ যে জাগে
এখনই বা লাগছে কেমন
তোমায় বিনা সাজে।
এতকিছুর মাঝে কি আর
ভাবার সময় হবে?
আমিই না হয় ভেবে নিলাম
রয়েছ আমার পাশে।
যেমন ছিলেম আমরা দুজন
ঠিক কিছুদিন আগে
ভালোবাসার রঙিন ভেলায়
আবেশে আবেগে।