সংযুক্তা সাহা

গরমিলের ভালোবাসা

-সংযুক্তা সাহা

 

আজ ভালোবাসা ফেইসবুকে উপচে পরবে।
নড়েচড়ে বসবে ইন্সটাগ্রাম
হেসে উঠবে এফবি প্রোফাইল পিকচার।
ট্যাগ হবে তুমি, আমি ও সে
চেকআউট হবে এর ওর ঘরেতে।
এই সবের ভিড়ে স্মৃতি কি হাতছানি দিবে?
প্রথম প্রেম কি আর কখনো ডাকবে?
দুই দিনের জন্য ভুলে কাওকে মন দেওয়া
চোখে ভেসে উঠবে কি কারো!
নাকি সব হারিয়ে যাবে শাড়ির আঁচলে
সানগ্লাসের ভিড়ে আর পারফিউমের গন্ধে।
মনে পরবে কি সেই দিনের কথা!
প্রথম চেনা মানুষকে নতুন করে আবার চেনা
প্রথম ছোঁয়া কে অবাক হয়ে ভাবা!
না কি তাও মিলিয়ে যাবে তোমার আমার
ভ্যালেন্টাইনের রাতের পার্টিতে!
কোনো দিন যাকে বলোনি ভালোবাসো,
তাকেই যে তুমি সব থেকে বেশি ভালোবাসতে!
জানবে কি সেই গোপন কথা?
নিজেকে যে আবার তুমি কষ্ট দিয়েছো,
শুধু তাকে দূরে রাখবার জন্য,
ভাববে কি তার কথা আর একবার!
হবে না’ বলে যখন আর পিছনে তাকাওনি
ফেলবে কি সেই চোখের জল আবার?
ওই যে ফেলে দেওয়া প্রেমটাই,
যে সত্যি কারের প্রেম ছিলো বলবে কাওকে?
ভালো না বাসাটাই মারাত্মক ভালোবাসা ছিলো
ভাবতে পারবে কাল আর একবার?
বাকিটা থেকে যাবে শুন্য এর মধ্যে
ভালোবাসাটা রয়ে যাবে গরমিলের মধ্যে।

 

 

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here