ঢাকা: নরসিংদী-৪ আসনের সাবেক এমপি সরদার সাখওয়াত হোসেন বকুলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশের গুলাশন জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. নুরুল আমিন সাবেক এমপি সাখওয়াত হোসেন বকুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের উত্তরের একটি টিম সাবেক এমপি বকুলকে আটক করেছে।

আটকের পর তাকে গাড়িতে করে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে, ১৮ দলীয় জোটের ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন খালেদা জিয়া। ভাষণে তিনি আগামী ২৯ ডিসেম্বরে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির ঘোষণা দেন।

এরপর রাত থেকেই খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ের আশাপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ কাউকে বাসভবন ও কার্যালয়ে যাওয়া-আসা করতে দিচ্ছে না। পুলিশের এরকম কড়া নজরদারির মধ্যে সন্ধ্যায় সাখাওয়াত হোসেন বকুলকে আটক করলো ডিবি পুলিশ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here