রাজশাহী: যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন উদ্দিন ও প্রশিক্ষক সানোয়ার হোসেনকে বহিস্কার করা হয়েছে।

বরখাস্তকৃত শিক্ষক শাওন উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বরখাস্তকৃত প্রশিক্ষক সানোয়ার হোসেন ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রে (টিএসসিসি) কর্মরত ছিলেন।

এ বিষয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন তথ্য নিশ্চিত করে জানান, শ্রেণীকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় ওই বিভাগের শিক্ষার্থীরা গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী কমিটির কাছে শাওন উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে যৌন নিপীড়ন বিরোধী কমিটি নীতিমালা

অনুয়ায়ী ওই শিক্ষককে চাকরি থেকে বরখাসত্ম করার সুপারিশ করলে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৫০তম সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককের বাসায় এক ছাত্রীকে গানের প্রশিক্ষণ দেয়ার সময় যৌন হয়রানীর দায়ে টিএসসিসির প্রশিক্ষক সানোয়ার হোসেনকেও ওই সিন্ডিকেট বৈঠকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে বহিস্কৃত শিক্ষক শাওন উদ্দিন বলেন, সঠিক তদন্ত না করেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আমার মানবাধিকার হরণ করা হয়েছে উলেস্নখ করে বলেন, বরখাস্তের কাগজ হাতে পেলে পদক্ষেপ নেবো।

এ বিষয়ে টিএসসিসির প্রশিক্ষক সানোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এস.এইচ.এম তরিকুল ইসলাম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here