ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে গেছেন।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে- এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। সে সময়ে তাঁর বয়স ছিল ১১২ বছর।

পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে। আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।

পেরেজের ডাকনাম ছিল টিও ভিনসেন্ট। তিনি এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্ম গ্রহণ করেন। তিনি দশ ভাই বোনের মধ্যে নবম ছিলেন।

ভিনসেন্ট কৃষিকাজ করতেন। চাষ করতেন আখ ও কফি।

জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন।

গিনেসের ২০২২ সালের বিবৃতিতে তার সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here