ফসল নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকেরাএম শরীফ আহমেদ, ভোলা থেকেঃ ভোলা উপকূলে নিম্ন চাপের প্রভাবে শুক্রবার বিকাল থেকে উপকূলজুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফলস নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। মাঠে সবজি আর পাঁকা ধান নিয়ে কৃষকের মধ্যে হতাশা বিরাজ করছে। এনিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা।

কৃষি অফিস জানায়, ভোলায় দু’দিনের টানা বর্ষনে ১২ হাজার ৭৩০ হেক্টর বরিশস্যের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি কমে না গেলে এবং রোদ না উঠলে এ ক্ষতির সম্ভাবনা আরো বেশি হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিসের কর্মকর্তারা।

জেলার মনপুরা উপজেলার কৃষক তৈয়ব সিকদার  বলেন, জমির ধান কাটার সময় হয়ে গেছে। ধান গাছের মাথা এখন ভারি। একটু বাতাস হলেই জমিতে শুয়ে পড়বে। আর তা হলে উঠতি আমন ধানের মারাত্মক ক্ষতি হবে। অনেক জমিতে জলবদ্ধতা রয়েছে। এতে কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষ করে আলু চাষিরা বেশী ক্ষতির মধ্যে পড়ছে। অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে ফসল আবাদ করলেও তাদের সে স্বপ্ন ভেঙে গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here