নূরুন্নবী চৌধুরী শাওনহাসান পিন্টু, লালমোহন প্রতিনিধি :: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়ন হয়েছে। এখন আর সাধারণ মানুষকে যাতায়াত করতে ঘন্টারপর ঘন্টা অপেক্ষা করতে হয় না। নাজিরপুর থেকে কালাইয়া পর্যন্ত স্প্রীডবোড চালু হওয়ায় ভোলা ও পটুয়াখালী জেলার মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম আরো সহজ হয়েছে।

রোববার সকালে লালমোহন নাজিরপুর-টু-পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া পর্যন্ত তেতুলিয়া নদীতে স্প্রীডবোড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের মানুষ খুব কম সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। এরপর ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে অনায়াসে এখানকার লোকজন ঢাকার সাথে যোগাযোগ করতে পারবে।

স্প্রীডবোড উদ্বোধন শেষে সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়ালেখার খোঁজ খবর নেন।

পরে বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড উমেদ আলী মুন্সী বাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার, আওয়ামীলীগ নেতা ঠিকাদার সালাউদ্দিন মিয়া, বিশিষ্ট ঠিকাদার সুলতান আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান, বদরপুর উত্তর আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা হাবিব হাওলাদার, আবুল কাশেম প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here