এস.এস শোহান, বাগেরহাট প্রতিনিধি ::

হটাৎ কর একট চারা কলা গাছ ২২টি মোচা হয়ছে। দুর্লভ এ বিষয় স্বচক্ষে এক পলক দেখার জন্য ভীর জমাচ্ছে শত শত উৎসুক জনতা।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সৌচাগারের পাশে।

এরকম ঘটনা স্বাভাবিক দেখা যায় না। তাই দূর দুরান্ত থেকে প্রতিদিন অনেক লোক আসছেন কলার মোচা দেখতে। আর লোক জনের এ আগ্রহকে কাজে লাগিয়ে এলাকার কিছু লোক তাদের আখের গোছানোর কাজও সেরে নিচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, প্রতিদিন প্রায় চার পাচঁশ লোক আসেন একলা গাছটিকে দেখতে। দেখতে আসা লোকদের মধ্যে কেউ প্রণাম করছেন এবং ফিরে যাবার সময় কিছু টাকাও দিয়ে যাচ্ছেন।

বারুইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমাদের এ জায়গাটার নাম ১২ফকিরের বটতলা।

স্কুলের সামনের রাস্তার পাশের একটি বটগাছ দেখিয়ে শহিদুল বলেন প্রায় ১২ বছর ধরে প্রত্যেক পূর্নিমার রাতে এখানে বিভিন্ন জায়গা থেকে ফকিররা আসেন এবং জিকির ও ইসলামী জলসা করেন। তারই ধারাবহিকতায় আল্লাহ আমাদের এ মূল্যবান নিদর্শন দিয়েছেন। এখানে এখন আল্লাহর বান্দারা আসেন এবং তাদের মনের ইচ্ছা পুরনের জন্য মানত করে যান। কলা গাছে ২২টি মোচা দেখছেন মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে গাছটিতে একটি মোচা থেকে ২২টি মোচা হয়ে গেছে।

শহিদুল ইসলাম কলা গাছের মোচা সম্পর্কে একটি বিশেষ স্বপ্নও দেখেছেন কিন্তু তিনি স্বপ্নের কথা মানুষকে জানাতে রাজি হন নাই।

কলার মোচা দেখতে আসা দর্শনার্থী মোহনা রিতা বলেন শুনেছি একটা কলা গাছে ২২টি মোচা হয়েছে। নিজের চোখে দেখার জন্য আসলাম।

সবই তার খেলা। আমাদের মঙ্গলেই তিনি এরকম করেছেন, এসব কথা বলতে বলতে কলা গাছের সামনে প্রণাম করেন বাসুদেব নামে এক দর্শনার্থী।

কৃষি সম্প্রশারণ অধিদপ্তর বাগেরহাটের সদ্য বিদায়ী উপ-পরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার বলেন, এটা আসলে প্রকৃতিরি খেয়াল।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here