মার্কিন জঙ্গি বিমানডেস্ক নিউজ :: প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর দু’টি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। একজন পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে।

তবে অপর পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। আহত পাইলট বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনে চিকিৎসা দেয়া হচ্ছে।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, শুক্রবার বিকেল পৌনে ছয়টার দিকে বিমান দু’টি বিধ্বস্ত হয়।

আহত পাইলটের খোঁজে বহুসংখ্যক হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ নামানো হয়েছে। দু’টি জঙ্গি বিমানের কোনো ধ্বংসাবশেষও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনী বলেছে, তারা জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার কারণ আঁচ করতে পাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

ঠিক কোথায় এগুলো বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কেও কিছু বলতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।

নৌবাহিনীর বিবৃতিতে শুধু এ কথা বলা হয়েছে যে, বিধ্বস্ত বিমান দু’টি বিমানবাহী রণতরী কার্ল ভিনসন থেকে আকাশে উড়েছিল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here