Shamsuddin Hira

 

 

এক স্বপ্নীল অনুভূতি
শামসুদ্দিন হীরা

এই ছেচল্লিশ আয়ূস্কালে সোনালী রোদের স্রোতে
এই প্রবল হাওয়ায় শাশ্বত অনন্ত চুম্বনের স্বাদ পেতে
আমার দৈবত রূপ রুপান্তরিত নতুন সূচনায় ওঠে জেগে
অনন্ত সূর্যোদয় শোভা উপভোগে আলোর বিস্ফোরণে-
তলিয়ে যাই স্বাপ্নিক যুগে
অমীয় শ্যাম্পেনে বুদ্বুদ করি পান আকাশের ইশারায়
চলে যাই তারাদের টানে
অবিরাম নিদ্রারত ভ্রান্তি-জাগানিয়া-রুপে
স্পর্শাতীত হুরেরা আদরে চুম্বনে ভাসিয়েছে সাগরের ঝড়ে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here