আসাদুজ্জামান জুয়েল, শরীয়তপুর

প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শূণ্য হওয়া জাতীয় সংসদের শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে মনোনয়নপত্র জমা দেয়া দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি নেতা টিআইএম মহিতুল গণি মিন্টু সরদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান। তবে অপর প্রার্থী আওয়ামী লীগের নাহিম রাজ্জাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী শরীয়তপুর-৩ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি নেতা টিআইএম মহিতুল গণি মিন্টু সরদার মনোনয়নপত্র জমা দেন। আজ ১৯ ফেব্রুয়ারী রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে মনোনয়নপত্রের সাথে সংযুক্ত নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর ত্রুটিযুক্ত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী টিআইএম মহিতুল গণি মিন্টু সরদারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজ মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হয়।

এদিকে একমাত্র প্রার্থী হিসেবে প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারীর মধ্যে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধানে-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন টিআইএম মহিতুল গণি মিন্টু সরদার। ২৫ ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন কমিশন আপিলের নিস্পত্তি করবে। আপিল খারিজ হয়ে গেলে এবং ২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন- যদি নাহিম রাজ্জাক মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তবে ২৭ ফেব্রুয়ারী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

তবে মনোনয়নপত্র বাতিলের পেছনের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপি নেতা টিআইএম মহিতুল গণি মিন্টু সরদার। তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্যে ষড়যন্ত্রমূলকভাবে মনোনয়নপত্র বাতিল করেছে। নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সহযোগিতায় ষড়যন্ত্র করছে। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকতা ফরহাদ আহাম্মদ খান বলেন, স্বতন্ত্র প্রার্থী টিআইএম মহিতুল গণি মিন্টু সরদারের মনোনয়নপত্রের সাথে জমা দেয়া নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটিযুক্ত হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থী আগামী ৩ দিনের মধ্যে নির্বাচনের কমিশনের নিকট বাতিলের সিদ্ধানে-র বিরুদ্ধে আপিল করতে পারবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here