লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জহুরুল হত্যা মামলার রায় দিয়েছেন জেলা দায়রা জজ আদালত । রায়ে পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার বিকেলে লালমনিরহাট জেলা জজ আদালতে বিজ্ঞ দায়রা জজ ওসমান হায়দার এরায়প্রদানকরেন।

একই মামলায় অপরচার আসামির মধ্যে দু’জনকে ছয় মাসের কারাদণ্ড এবং অপর দু’জন কে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালেরসেপ্টেম্বর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাজাপ্রাপ্ত আসামিরা একই গ্রামে রজহুরুল হক কে পিটিয়ে ও খুচিয়েহত্যা করে।

এ ঘটনায় নিহত জহুরুলের ভাই নুর ইসলাম মন্ডল বাদী হয়ে ছয় জন কে আসামি করে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশ তদন্ত শেষে মামলার সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় আদালত১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামি মহির উদ্দিন মাস্টার (৭০) ও তার ছেলে মোহাম্মদ লিপ্টনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়েআরও বছরের কারাদণ্ডা দেশ দেন।

এছাড়া আসামি রফিকুল ইসলাম (৪০) ওতার ভাই সাইদুল ইসলামকে (২৮) ৬ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরওমাসের কারাদণ্ডা দেশ দেন আদালত।

অন্যদিকে, মামলার অপরদুই আসামি মিঠুল খালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের কে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেটস ফুরা বেগম রুমি এবং আসামি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান।    

  ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট        

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here