দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার সাদেক হোসেন খোকা আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেয়।

আদালতে শুনানিতে খোকার পক্ষে ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

দুদকের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আনিসুল হক ও খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার মো. দিলারুজ্জামান অংশ নেন।

পরে খোন্দকার মো. দিলারুজ্জামান সাংবাদিকদের জানান, দুদকের মামলায় সাদেক হোসেন খোকাকে দুই মাসের আগাম জামিন দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বুধবার শাহবাগ থানায় খোকাসহ চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ১৯ হাজার ৯শ’ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করে দুদক।

দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম জানান, ওই চারজন পরস্পরের সাথে যোগসাজশ করে বনানীর ঢাকা সিটি করপোরেশন মার্কেটের বেজমেন্টে পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাৎ করেন।

মামলার অন্য আসামিরা হচ্ছেন, বনানী ঢাকা সিটি করপোরেশন সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকিব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ম্যানেজার এ এইচ  এম তারেক।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here