আলুনিউজ ডেস্ক :: জন্মনিয়ন্ত্রণের উপায় হিসেবে যে আলু মোটেও কার্যকর নয়, তা কষ্টকর অভিজ্ঞতার পর শিখতে পারল এক তরুণী। যৌনাঙ্গের ভেতর একটি আলু প্রবেশ করিয়ে গর্ভধারণ ঠেকানো যাবে বলে ধারণা ছিল কলম্বিয়ার সেই তরুণীর। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

২২ বছর বয়সী সে তরুণী যৌনকর্মের আগে যৌনাঙ্গে একটি আলু প্রবেশ করিয়ে গর্ভধারণ ঠেকানোর চেষ্টা করেন। এরপর প্রচণ্ড ব্যথায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

চিকিৎসকরা দেখেন তার যৌনাঙ্গের ভেতরের আলুটি থেকে শেকড় গজাচ্ছে। ফলে প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন তিনি।পরে চিকিৎসকদের কাছে সে তরুণী স্বীকার করেন যে তার মা বলেছিল, যদি গর্ভবতী হতে না চাও তাহলে এখানে একটি আলু ঢুকাতে পার।
এ বিষয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কলম্বিয়ায় তরুণীদের মধ্যে গর্ভধারণের হার অনেক বেশি। বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতার অভাবই এর মূল
কারণ।
আরেক গবেষণায় দেখা যায়, জন্মনিয়ন্ত্রণের সঠিক উপকরণের অভাবে অনেক নারীকেই ফিল্ম, স্যান্ডউইচ ব্যাগ কিংবা গ্লোভসকে জন্মনিয়ন্ত্রণের কাজে ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া সঠিক পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রণের বিষয়ে প্রচুর বিভ্রান্তি দেখা গেছে তাদের মাঝে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here