নারী-পুরুষের জন্য পৃথক মাঠ

ডেস্ক নিউজ :: ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ‘ক্লিন ইন্ডিয়া মিশনের’ কথামতে ভারতের সব বাড়িতে টয়লেট থাকার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদি।

তবে হতাশার বিষয় হলো এখনও মোদির নিজ গ্রামেই প্রতি বাড়িতে টয়লেট নিশ্চত করা যায়নি।

মোদির জন্ম হয়েছিল গুজরাটের মেহসানা জেলার ভাদনগর গ্রামে। ওই গ্রামকে এখন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হচ্ছে। তবে টয়লেটের ব্যবস্থা সেখানে নেই।

গ্রামবাসীদের অভিযোগ, তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তাদের মাথার ওপর ছাদ আর টয়লেট পাবে। কিন্তু কোনোটাই পাইনি তারা।

গ্রামে রোহিত ভাস নামে একটি পাড়া আছে তাতে বড় সংখ্যায় দলিতরা বাস করেন। সেখানে সরকারিভাবে দেয়া ওয়াইফাই সংযোগ থাকলেও নেই টয়লেটের ব্যবস্থা।

ওই পাড়ার মেয়ে থেকে বৃদ্ধা বা কিশোর থেকে বৃদ্ধ সবাইকেই উন্মুক্ত মাঠে প্রাকৃতিক কাজ সারতে হয়। এখানে পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক মাঠ আছে মলত্যাগের জন্য।

প্রকাশ্যে মলত্যাগ করা অপমানজনক এবং মর্যাদাহানিকর বলে দাবি এ গ্রামের নারীদের।

তাদের অভিযোগ মোদি তাদের দেয়া কথা রাখেননি। তাদের দাবি মোদি যেন গ্রামের সবার জন্য টয়লেট নির্মাণের ব্যবস্থা করে দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here