mitu20161122130606পুলিশের আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহ নূর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচারকাজ শুরু করেন।

আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, সকালে আদালত এ মামলার দুই আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে সাবেক এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। ঘটনার পর মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের তিনজনের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের পর এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে।

মিতু হত্যার ঘটনায় ভোলা ও মনিরকে গ্রেফতারের পর থেকে তারা দুজন কারাগারে আছেন।

এছাড়া অস্ত্র উদ্ধার মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন বাকলিয়া থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here