জলের শরীরে থাকে কতটা আগুন

কুশল ভৌমিক

.

মেহগনি পাতার ফাঁকে দেখেছিলাম শরতের চাঁদ

বসন্তে পাতাদের ঝরে যাওয়া

বোশেখের বজ্রপাত জানিয়ে দিচ্ছে প্রতিদিন

বাতাসের শরীর ছুঁয়ে ঝরছে মানুষ।

.

একটি পাতা খসে গেলে

কতটুকু কষ্ট হয় গাছের

কিংবা পৃথিবীর

খসে গেলে একটি মানুষ?

.

এবার বর্ষায় বৃষ্টিতে পুড়বো দু’জন

পুড়তে পুড়তে দেখো হয়ে যাবো খুন

অন্য কেউ না জানুক আমরা দুজন জানি

জলের শরীরে থাকে কতটা আগুন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here