2092মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় দেড়শ কিলোমিটার পশ্চিমে রোববার সকালে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ৩০ জেলে নিয়ে দুটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। প্রায় ছয় ঘন্টা সাগরে ভাসার পর ২৩ জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ৭ জেলে।

কুয়াকাটা-আলীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় আলীপুরের ইসমাইল কন্ট্রাকটরের এফবি ইমরান ট্রলার ১৮ জেলে নিয়ে ও কক্সবাজারের সরোয়ার কামাল রনির এফবি হাসিনা-সামিয়া-১ ট্রলারটি ১২ জেলে নিয়ে ডুবে যায়।

এদের মধ্যে ইমরান ট্রলারের ১৮ জেলে উদ্ধার হলেও এফবি হাসিনা-সামিয়া-১ ট্রলারের মাঝি লুলাইয়া মাঝিসহ ৭ জেলে নিখোঁজ রয়েছে ।
তিনি আরও জানান আলীপুরের আলীপুরের রত্তন কোম্পানী, হাবিব কোম্পানী ও ছোবাহান কোম্পানীর তিনটি ট্রলার রোববার বিকাল পর্যনত্ম নিখোঁজ রয়েছে। এই ট্রলারে অন্তত ৩৬ জন জেলে রয়েছে।

কিন্তু জেলেদের সাথে তারা যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ট্রলার মালিক ও জেলেদের স্বজনরা। এই ট্রলার তিনটির জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানাতে পারছে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here