স্টাফ রিপোর্টার: সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক ছয় খুনিকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

২০১০ সালের ২৭ জানুয়ারি মধ্যরাতে পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকরের পর থেকেই সরকারের পক্ষ থেকে প্রতিবছর বলা হচ্ছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাকি সাত খুনিকেও দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে।

তবে এখন পর্যন্ত দুই খুনির অবস্থান নিশ্চিত হলেও বাকি পাঁচজনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

নূর চৌধুরী ছাড়া বাকি ছয় খুনির মধ্যে আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা গেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। বাকি পাঁচ খুনির অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সরকারের কাছে এখন পর্যন্ত নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় রয়েছেন। এক লাখ ৮৫ হাজার কানাডিয়ান ডলারে কেনা নূর চৌধুরীর একটি ফ্ল্যাট সে দেশে রয়েছে বলেও একাধিক সূত্রে জানা যায়। এর আগে কানাডা সরকার তার পাসপোর্ট জব্দ করেছে, এমন খবরও বের হয়। তবে কানাডা নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী হওয়ার কারণে নূর চৌধুরীকে ফেরত পাঠানো নিয়ে জটিলতা রয়েছে।

সর্বশেষ ১১ আগস্ট ডিপ্লোম্যাটিক করসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে কানাডার রাষ্ট্রদূত হেদার ত্রুক্রডেন সাংবাদিকদের বলেন, সে দেশে পালিয়ে থাকা নূর চৌধুরীর প্রসঙ্গটি কানাডার বিচার বিভাগের এখতিয়ারভুক্ত। এ ব্যাপারে তার কিছু বলার নেই।

আরেক খুনি শরিফুল হক ডালিমও কানাডায় অবস্থান করছেন বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে কোনো দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করতে পারেনি।

অসমর্থিত সূত্রে আরও জানা যায়, খুনি এমএম রাশেদ চৌধুরী আগে লন্ডনে অবস্থান করলেও বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায়, খন্দকার আবদুর রশীদ গাদ্দাফি সরকার থাকা পর্যন্ত লিবিয়ায় অবস্থান করলেও বর্তমানে পাকিস্তানে, রিসালদার মোসলেহ উদ্দিন থাইল্যান্ডে এবং আবদুল মাজেদ কেনিয়ায় অবস্থান করছেন।

অপর একটি অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী, আবদুল মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন ভারতে রয়েছেন। আবদুল মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন ভারতের কোনো স্থ্থানে পালিয়ে থাকতে পারেন।

সে পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে বিষয়টি কূটনৈতিকভাবে উত্থাপন করা হয়েছেও বলে সূত্র জানায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here