ব্যারিস্টার মওদুদ আহমদ ষ্টাফ রিপোর্টার :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি যথোপযুক্ত সৌজন্য না-দেখানোটা ঠিক হয়নি।

তবে এ ব্যাপারে খালেদা জিয়া একবারেই অজ্ঞাত ছিলেন। তিনি তখন প্রায় অজ্ঞান ছিলেন। ঘরের দরজা তালাবদ্ধ থাকায় তাকে প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি কেউ জানাতে পারেনি।’

রোববার রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তায় সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শনিবার দুপুরে মালয়েশিয়ায় মারা যান। এ সংবাদ পেয়ে শোকাহত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে রাতে তার কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে এ সময় ওই কার্যালয়ের মূল ফটক তালাবদ্ধ থাকায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি প্রধানমন্ত্রী। পরে এ নিয়ে বিস্তর সমালোচনা হয়।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here