নোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনমুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাঙলোতে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য সকলকে সঙ্গে নিয়ে তার বাঙলো সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বেলাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here