ইমরান খানডেস্ক নিউজ :: আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খান।এ দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোকে আমন্ত্রণের কথা ভাবা হচ্ছে।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে সোমবার ডনের অনলাইন সংস্করণে এতথ্য জানানো হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো রাজধানী ইসলামাবাদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে নবনির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন ইমরান; সেখানেই শপথ গ্রহণ নিয়ে কথা বলেন তিনি।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এতে  ১১৫টি আসনে জয়ী হয় ইমরানের দল পিটিআই। তবে নিয়ম অনুসারে দেশটির পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৩৭টি আসন।

ডন জানিয়েছে, একক সংখ্যা গরিষ্ঠ না হওয়ায় ইমরানকে এখন জোট সরকার গঠন করতে হচ্ছে। এর অংশ হিসেবে এরই মধ্যে পিটিআই নেতারা দেখা করেছেন কয়েকটি দললের নির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here