নির্যাতনের শিকার নারীরা থানায় এলে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সে বিষয়ে একটি আচরণবিধি প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

বুধবার পুলিশ সদর দপ্তরের এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিদর্শক এ কে এম শহীদুর হক এ আচরণবিধিটি প্রকাশ করেন বলে এক বিবৃতিতে বলা হয়।

আচরণবিধিটি আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের সবগুলো থানা, পুলিশ ফাঁড়ি ও বেসরকারি সংস্থার (এনজিও) কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান, অতিরিক্ত এসপি মুহাম্মদ আইয়ুব।

তিনি বলেন, ধর্ষণ বা অন্য যেকোনো ধরনের সহিংসতার শিকার নারীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এবং তাদের সমস্যায় সমাধানে কিভাবে এগুতে হবে সে বিষয়ে আচরণবিধিটি পুলিশ সদস্যদের নির্দেশনা দেবে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আইয়ুব বলেন, তাদের (নির্যাতিত নারীদের) বিষয়গুলো সামলাতে প্রথমে একজন নারী পুলিশকে অগ্রাধিকার দিতে হবে। যদি থানায় নারী পুলিশ না থাকে, তাহলে ভিকটিমকে তার জন্য অস্বস্তিকর প্রশ্নগুলো করার আগে একজন নারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে বা উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

নতুন আচরণবিধিটি কোথাও মানা হচ্ছে না বলে অভিযোগ পেলে সেটি নিয়ে পুলিশ সদর দপ্তরের একটি মনিটরিং টিম কাজ করবে বলে জানিয়ে অতিরিক্ত এসপি বলেন, পুলিশের প্রশিক্ষণ কারিকুলামেও আচরণবিধিটি যুক্ত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আচরণবিধিটি প্রণয়ন প্রকল্পে সহযোগিতা করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here