নিউজ ডেস্ক:

 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে করা মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

বুধবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন ছিল।

সকালে আসামিপক্ষের আইনজীবী আসাদ উদ্দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করলে তা নাকচ করে রায়ের তারিখ অপেক্ষমাণ রাখেন আদালত।

একইসঙ্গে আদালত বলেন, আসামিপক্ষ চাইলে পাঁচদিনের মধ্যে লিখিত যুক্তিতর্ক জমা দিতে পারবে।

গত ৬, ৭, ১০ ও ১১ নভেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এরমধ্যে তারা কেবল একদিন যুক্তিতর্ক উপস্থান করে এবং বারবার সময় প্রার্থনা করে।

সর্বশেষ বুধবারও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করলে আদালত তা নাকচ করে দেন এবং রায় ঘোষণার তারিখ অপেক্ষমাণ রাখেন।

আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জানিয়েছেন, সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য তারা আদালতে আবেদন জানাবেন।

হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগে ২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here