ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে প্রবাসী বাংলাদেশিরা পালন করেছে জমজমাট বৈশাখী মেলা। গত শনিবার (২০ মে) ডালাসের প্ল্যানো এমপি থিয়েটারে শহরের সবচেয়ে বড় এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) আয়োজিত এই মেলায় প্রায় শহস্রাধিক দর্শক অংশ নেন। প্লানো এমপিথিয়েটারের সামনে খোলা জায়গায় মনোরম পরিবেশে তৈরি করা একটি মঞ্চ। মেলায় হরেকরকম খাবার ও কাপড়ের দোকান বস্লে প্রবাসীরা দিনভর কেনাকাটাও করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
বৈশাখী মেলায় ডালাসের স্থানীয় প্রায় ৪০ জনের অধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। শিশু-কিশোরসহ স্থানীয় শিল্পীরা অংশ নেন। স্থানীয় শিল্পীরা একক ও দলীয় নৃত্য ও গানে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকশ্রোতা। আনন্দ শোভাযাত্রা ছিল উক্ত মেলার একটি অন্যতম মূল আকর্ষণ।বাচ্চাদের ফ্যাশন শোতে বাচ্চাদের সঙ্গে তাদের অভিভাবকরাও যোগ অংশ নেন।
উক্ত বৈশাখী মেলা সন্ধ্যা ৬টা থেকে শুরু করে চলে মধ্যরাত পর্যন্ত। মূল পরিকল্পনাকারী ও দিক নির্দেশনায় ছিলেন ব্যান্টের সভাপতি হাসমত মুবিন। মঞ্চে অতিথিদের পরিচয় করিয়ে দেন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শেইখ রশিদ লিমন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানাজ রেজা ও আরজে রাহি। বান্টের সহ-সভাপতি সাগর শামসুদ্দোহা মেলায় আগত ব্যবসায়ী ও অতিথিদের দেখাশোনা করেন।
অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করে প্রখ্যাত শিল্পী হায়দার হোসেন ও দিনাত জাহান মুন্নি। তাদের সুন্দর পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখেন মধ্যরাত পর্যন্ত। মেলায় নাচ গান উপভোগ করে ডালাসের প্রবাসীরা আনন্দিত বলে জানিয়েছেন বান্টের নির্বাহী সদস্য রেজা রহমান।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here