আশরাফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। তবে এই সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি।

৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান শনিবার সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি’র একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ৩টায় শনিবার বিওপি কমান্ডার সুবেদার মো. আবু তাহেরের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস এর নিকট জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় ১০-১২ জন মাদক চোরাকারবারী ভারতের দিক থেকে মাথায় ফেনসিডিলের বসত্মা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি টহল দল দুঃসাহসিকতার সাথে চোরাকারবারীদের ধাওয়া করে। এতে চোরাকারবারীরা আতংকিত হয়ে ফেনসিডিলের বস্তা ফেলে অন্ধকারের সুবিধা নিয়ে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ১১ লক্ষ ৮৮ হাজার ৮ শত টাকা মূল্যের ২ হাজার ৯৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here