ঢাকা : সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের আকস্মিক নির্বাচন বর্জনের ঘোষণাকে গুরুত্ব দেয়ার কিছু নেই বলে মনে করছেন আওয়মী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এরশাদের নতুন ঘোষণা নিয়ে সুরঞ্জিত বলেন, উনি ক্রিয়া করেই যাচ্ছেন। আমাদের উচিৎ বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অপেক্ষা করা। উনার ক্রিয়া যে কতক্ষণ থাকে সেটাতো বোঝা যায় না।

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন,  আমি বলেছিলাম, সব দল নির্বাচনে না গেলে আমিও যাব না। আমি প্রতিশ্রুতি রক্ষা করছি। সব দল আসেনি, জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না।

সাবেক সামরিক এরশাদের এ সিদ্ধান্ত যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত ।

তিনি সাময়িক ক্ষুব্ধ হতে পারেন আবার স্বাভাবিক হয়ে যেতে পারেন, বলেন তিনি।

মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে ‘আমরা মুজিব হবো’ সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তফসিল স্থগিতের জন্য নির্বাচন কমিশনের প্রতি যে আহ্বান জানিয়েছেন সে প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, আপনি আগে ঘোষণা দিন নির্বাচন করবেন, তাহলে নির্বাচন কমিশন তা বিবেচনা করতে পারে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here