হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির ভূয়া মালিক সেজে সোমবার দুপুরে ২০ লাখ টাকার চেক উত্তোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই প্রতারক। আটকরা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলার এবতারপুর গ্রামের জহুর মিয়ার ছেলে জামাল মিয়া (৪০) ও আউশকান্দি গ্রামের ইস্কান্দর আলীর ছেলে মুজিবুর রহমান (৩৯)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অমৃত দেব জানান, আটকরা দুপুর ১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এলএ (ল্যান্ড অ্যাকুইজিশন) শাখায় যায়। সেখানে তারা নিজেদেরকে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এর নির্মাণাধীন ৩য় প্যাডের জন্য অধিগ্রহণকৃত জমির মালিক পরিচয় দিয়ে ২০ লাখ টাকার চেক উত্তোলনের চেষ্টা করে।
প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে এলএ শাখার লোকজন তাদের পুলিশের হাতে তুলে দেয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুল হক জানান, আটক ২ জন ০.৫৪ একর ভূমির ক্ষতিপূরণের ২০ লাখ টাকার চেক নিতে অফিসে আসেন। এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এমএআর শায়েল/হবিগঞ্জ