সেই ভয়াল ১৫ নভেম্বর। দক্ষিণাঞ্চলসহ বরিশালের গৌরনদীর ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ২০০৭ সনের এই দিনে গৌরনদীকে করে দিয়েছিল লন্ডভন্ড। কেড়ে নিয়েছিল ১৮টি তরতাজা প্রাণ। সিডরের আঘাতে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলো অসংখ্য পরিবার। সর্বনাশা সিডর মায়ের বুক খালি করে কেড়ে নিয়েছে তার আদরের সন্তানকে, স্বামী হারিয়েছিলো তার স্ত্রীকে, স্ত্রী হারিয়েছিলো তার স্বামী কিংবা ভাই হারিয়েছিলো ভাই, বোন হারিয়েছিলো বোনকে। সেইদিনের দুঃসহ্য বেদনার কথা আজো ভুলতে পারেনি ক্ষতিগ্রস্থরা।   সরকারি হিসেব অনুযায়ি, সিডরে গৌরনদীর বিভিন্ন এলাকায় ঘরের ওপর গাছ চাঁপা পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়াও গুরুতর আহত হয়েছিল ৯২ জন, সম্পূর্ন ক্ষতিগ্রস্থ লোকসংখ্যা ২৫ হাজার ১৬৭, আংশিক ৬২ হাজার ৫১৮, সম্পূর্ন রুপে বির্ধ্বস্থ ঘরবাড়ির সংখ্যা ছিল ৬ হাজার ৭৪ টি, মৃত গবাদি পশুর সংখ্যা (হাঁস, মুরগী, গরু, ছাগল) প্রায় ১০ হাজার, সম্পূর্ন ফসলাদি বিনষ্টের পরিমান ১ হাজার ২৩৫ একর, বন বিভাগের ক্ষতির পরিমান ছিল ৬৫ লক্ষ ২৪ হাজার ৬৬৫ টাকা, ২০ একরের চিংড়ির ক্ষতির পরিমান ধরা হয়েছিল ২ লক্ষ ১৬ হাজার ৫’শ টাকা, ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান (প্রাইমারি, মাধ্যমিক, কলেজ, রেজিষ্টারি, কমিউনিটি, মাদ্রাসা) ৪৬টি, ক্ষতিগ্রস্থ মসজিদের সংখ্যা ১৩৩টি, মন্দিরের সংখ্যা ৪৩টি, ক্ষতিগ্রস্থ পাকা রাস্তার পরিমান ৩৫ কিলোমিটার, কাঁচা ৩০ কিলোমিটারসহ ক্ষতিগ্রস্থ এলাকার পরিমান ১৩১ বর্গ কিলোমিটার কিন্তু বেসরকারি হিসেবে ক্ষতির সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here