গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাদক বিরোধী সচেতন নাগরিক কমিটির আহবানে “রুখবো মাদক গড়বো দেশ, নেশা মুক্ত বাংলাদেশ” এ অঙ্গীকার ব্যক্ত করে গতকাল সোমবার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সম্মুখ থেকে দীর্ঘ এক কিলোমিটার মানব বন্ধন ও ঘন্টাব্যাপী সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়ক অবরোধ করে। মানব বন্ধনে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ শত শত সচেতন নাগরিক অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আবু মুসা প্রামানিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, মসজিদ কমিটির সদস্য বজলার রহমান চৌধুরী, নারী নেত্রী শায়লা সারমিন, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চক্রবর্তী সুদিপ, বিএনপি নেতা গাফফার মোলা, মানবাধিকার কর্মী মাহাবুবার রহমান খান, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রাসেল, সাংবাদিক হাবিবুর রহমান হবি, অধ্যক্ষ আবুল কাশেম, জাপা নেতা নুরুজ্জামান, ছাত্রলীগ নেতা আব্দুলাহ আল মেহেদী রাসেল, ফয়সাল সাকিদার আরিফ, নাগরিক কমিটির সভাপতি মো: শেখ শাহিন ও সাধারন সম্পাদক সাগর দেওয়ান।

সমাবেশে বক্তারা সাতগিরী গ্রামের ফেন্সিডিল বিক্রেতা সালাম ঠঁসা ও হলমোড়ের গাঁজা বিক্রেতা নিশি রায়সহ সকল মাদক বিক্রেতাদের অবিলম্বে গ্রেফতার দাবী করা হয়। দীর্ঘদিন এ দুজন প্রকাশ্যে তাদের বাড়ীতে ফেন্সিডিল ও গাঁজা বিক্রয় করে আসছে। পাশাপাশি তাদের বিশেষ প্রতিনিধি এলাকার বিভিন্ন স্পটে মাদক বিক্রি করে থাকে। এ ব্যাপারে প্রশাসনের নিরব ভূমিকা থাকায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদুল ইসলাম জাহিদ/গাইবান্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here