সুজন সরকার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের কথিত মাদক পল্লী মাহমুদপুর মহল্লার ‘মাদক সম্রাট’ বুলুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া বুলু ওরফে কায়েস (৩০) ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধায় র্যাব-১২’র অপরাধ দমন বিশেষ শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার গোশালা রেল গেট থেকে মোটর সাইকেল সহ তাকে আটক করে। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে একটি পাকিস-ানী রিভলবার ও ৩-রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান জানান, নাশকতার উদ্যেশে বুলুসহ বেশ কিছু অস্ত্র ব্যবসায়ী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। মাদক ব্যবসা করে বুলু রিক্সা চালক থেকে অল্প সময়ের মধ্যেই কোটিপতি হয়েছে বলে তিনি আরো জানান। রাতেই অস্ত্র আইনে মামলা দিয়ে সদর থানা পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে।