ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে আলমগীর নামের এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় ডাকাত দল প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

পারিবারিক সুত্র  থেকে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গাড়াগঞ্জ বাজারের পাট ব্যাবসায়ী আলমগীরের বাড়ির পাকা ওয়ালঘর ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে গেলে তাদের কে অস্ত্রের মুখে জিম্মিকরে ফেলে।

পরে ডাকাত দল পরিবারের সদস্যদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, একটি মটর সাইকেল, স্বর্ণালংকারসহ ঘরের অনেক দামি মালামাল নিয়ে যায়।

এই ঘটনার পর বাড়ির লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। ফলে লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।এসময় প্রায় ৭ ণক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে জানান আলমগীর হোসেন জানান।

শৈলকুপা থানার ভাপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যপারে শৈলকুপা থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here