সরকারের নিয়মনীতি উপেক্ষা করে ঋণ কার্যক্রম পরিচালনাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ, ও কোন প্রকার অনুমোদন ছাড়াই অবৈধভাবে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে অধিক সুদ আদায়ের অভিযোগে কুষ্টিয়ার খোকসা-কুমারখলী উপজেলার ৬১ এনজিও’র নিবন্ধন বাতিল করেছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর নিবন্ধন বাতিলকৃত বিলুপ্ত এনজিওগুলো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেও বিলুপ্ত ঘোষণাকৃত এনজিওগুলো আইন ও বিধি উপেক্ষা করে দাপটের সাথে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। এসব এনজিওগুলো দীর্ঘদিন ধরে অবৈধ লেনদেন বিশেষ করে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে অধিক সুদ আদায় করে ফুলে ফেঁপে উঠেছে। এসব এনজিও নানা ধরনের জনকল্যাণ মূলক প্রকল্প দেখিয়ে দেশি-বিদেশি সংস্থার কোটি কোটি টাকা সহায়তা এনে কোথায় কিভাবে ব্যয়িত হয় তার কোন হিসেবে দাতা সংস্থার কাছে চুড়ান্ত প্রতিবেদন দাখিল না করায় বিপাকে পড়ে দাতা সংস্থা গুলো। সেকেলে এনজিও নিয়ন্ত্রণ আইন দিয়ে তাদের কার্যক্রম কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে অবশেষে পুরাতন আইন সংশোধন করে বৈদেশিক সহায়তাপুষ্ট এনজিও নিয়ন্ত্রণে নতুন আইন তৈরি করছে সরকার। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১ সালের ৭ ধারা মোতাবেক রেজিষ্ট্রিকৃত সংস্থাসমুহ বা এনজিওগুলোর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কর্তৃক পালনীয় বিধি ও শর্তাবলী লংঘন, রেজিষ্ট্রি করণের জন্য খ ফরমের ৩ নং ক্রমিকে বিবৃত সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমুহ বাস্তবায়ন না করা, নিবন্ধন গ্রহনের পর সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ গঠনতন্ত্রে বর্ণিত কার্যাবলী আরাম্ভ করে। রেজিষ্ট্রিকরণ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি ও কোন প্রকার যোগাযোগ রক্ষা করা হয়নি, একই সালের ৯ অনুচ্ছেদ অনুযায়ী সংস্থাসমুহ বা এনজিওগুলোর হিসাব ও রেজিষ্ট্রি বই রক্ষনাবেক্ষণ ও বিধি ১০ অনুযায়ী বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়নি, পত্রিকায় বিজ্ঞপ্তি ও স্মারক নং-জেসসেকা/কুষ/শা-৪/৯৩৩(৩৫০)/০৯ তাং-১২-৮-২০০৯ ইং মুলে নোটিশ জারী করার পরও কোন জবাব না দেয়া এবং চুড়ান্তশুনানীতে কোন প্রকার অংশগ্রহণ না করায় কুষ্টিয়া জেলার খোকসা-কুমারখালী উপজেলার ৬১ এনজিও’র নিবন্ধন বাতিল করেছে সমাজসেবা অধিদপ্তর। এব্যাপারে জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান নিবন্ধন বাতিল এনজিওগুলোর তালিকা স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হযেছে। খোকসা-কুমারখালী উপজেলার নিবন্ধন বাতিলকৃত এনজিওগুলো হল-খোকসার জীবিকা সমাজ কল্যান সংস্থা, সিডো, তিন্তা সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সমিতি, র‌্যাডো সেচ্ছাসেবী সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, একতাই শক্তি, মানব সেবা কেন্দ্র, কর্মেই উন্নতি, গোসাইডাঙ্গী-কুঠিপাড়া যৌথ কল্যাণ সমিতি, সততাই উন্নতি, জানিপুর-কমলাপুর যুব সংঘ ও লাইব্রেরী, হাসিমপুর সূর্য সেনা যুব সংঘ, ধুশুন্ড যুব জাগরণ সংঘ, বর্ণালী যুব সংঘ, আজইল যুব সংঘ ও দুধরাজপুর-হাসিমপুর আজাদ যুব সংঘ। কুমারখালীর-নগর সাওতা কালিগঙ্গা বাধ বাজার উন্নয়ন সংস্থা, ফিউচার বাংলাদেশ, ঐক্যবদ্ধ সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থা, ডন সমাজ উন্নয়ন সংস্থা, তিতাস সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, নীডস, সিড়ি সমাজ পল্লী উন্নয়ন সংস্থা, এস ডি ও বাংলাদেশ, পদ্মা সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, পদ্মা সমাজ কল্যাণ সংস্থা, অঙ্গীকার সমাজ কল্যাণ কেন্দ্র, ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, কর্ম উন্নয়ন প্রকল্প, পানতা, জি ইউ সি, জামিল ফাউন্ডেশন, ওয়ে অব লাইফ মিনিষ্ট্রিজ, বাসা, সাকো, আদর্শ উন্নয়ন সংঘ, সোহান গ্রাম উন্নয়ন সংস্থা, সূর্যমুখি অভিযাত্রা যুব সংঘ, ভিআইপি গ্রামীণ উন্নয়ন প্রকল্প, মোহন নগর মিলন পাঠাগার ও ক্লাব, গড়াই, শিলাইদহ মিতালী সংঘ, জাগ্রত সংঘ, প্রত্যাশা, সোনালী স্বপ্ন রামনগর, এসোসিয়েশন ফর বাংলাদেশ সোসাল ডেভেলপমেন্ট সেন্টার, ডাইমন্ড ক্লাব, উত্তর চাঁদপুর-দক্ষিণভবানীপুর দিসারী যুব সংঘ, পদ্মা-গড়াই মৎসজীবি কল্যাণ সংস্থা, গোবিন্দপুর সাথী সংঘ ও পাঠাগার, সোনলী কল্যাণ সবুজ সংঘ, উদয় নাতুড়িয়া পিপাশা সমাজ কল্যাণ সংঘ, মাজগ্রাম নাইট স্কুল এন্ড চাষী ক্লাব, প্রত্যাশা জোতমোড়া, দরবেশপুর মিতালী যুব সংঘ, শ্রজীবী কল্যাণ সংস্থা, হোগলা-শাপলা ক্লাব, শাপলা সমাজ উন্নয়ন কেন্দ্র, তালোয়া আঞ্জুমান আই তরকী-ই-ইসলাম, কুমারখালী থানা বুনিয়াদি আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থা, স্বপ্নের সেতু ও বাড়াদী যুব উন্নয়ন সংস্থা প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here