জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে ঘোষিত লকডাউন লক্ষ্মীপুরে পুরোপুরি মানা হচ্ছে না। বাস বা লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে অন্যান্য যানবাহন। স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে বাজার পরিচালনার নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। এতে লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাবে অতিবাহিত হচ্ছে লকডাউনের দ্বিতীয় দিন।

মঙ্গলবার সকাল থেকে লক্ষ্মীপুর লঞ্চ ঘাট থেকে কোনো লঞ্চ এবং বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। তবে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকসাসহ অন্যান্য যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। এতে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করতে দেখা গেছে।

বেশীরভাগ দোকানপাঠ বন্ধ থাকলেও রাস্তার পাশে ফুটপাতে এবং জেলা শহরের চক বাজারের দোকানগুলোতে বেচা-কেনায় বেশ ভিড় দেখা গেছে। সকালের দিকে রাস্তাঘাটে মানুষজন তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের চাপ বেড়ে যায়।

এদিকে সর্বস্তরের মানুষকে সচেতন করতে ও লকডাউন মেনে চলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে টহল দেয়া হচ্ছে।

লকডাউনে ঘর থেকে বের হওয়া মানুষেরা বলছেন, পেটের তাগিদেই রাস্তায় বের হচ্ছেন তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here