ডেস্ক নিউজ :: মিয়ানমারের রাখাইনে আবারও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান মানবাধিকার কর্মকর্তা মিশেল ব্যাচেলেট। সেখানে গুম, বেসামরিক লোকদের বিচারবহির্ভূত হত্যা, ব্যাপক হারে বেসামরিক লোকদের বাস্তুচ্যুত করা, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানান তিনি।

গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের ৪৫তম মানবাধিকার কাউন্সিলের উদ্বোধন সভায় ব্যাচেলেট এসব কথা বলেন। তিনি জানান, মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। বিশেষ করে রোহিঙ্গারা বেশি নিপীড়নের শিকার হচ্ছে। খবর এএফপির।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা শুরু হলে প্রাণ বাঁচাতে অন্তত সাড়ে সাত লাখ সংখ্যালঘু মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়। ওই ঘটনায় জাতিসংঘের শীর্ষ আদালতে গণত্যার অভিযোগে কাঠগড়ায় দাঁড়িয়েছে মিয়ানমার।

ব্যাচেলেট বলেন, রাখাইন ও চিন রাজ্যের সংঘাতে রাখাইন, চিন, ম্রো ও দাইগনেট সম্প্রদায় ক্রমবর্ধমান নিপীড়নের শিকার হচ্ছে। বেসামরিক লোকজনের হতাহতের ঘটনাও বাড়ছে। অনেক সময় তারা পরিকল্পিত হামলার শিকার হচ্ছে বলে মনে হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here