মিরসরাই প্রতিনিধি: ‘মিরসরাইয়ে কোন মাস্তানী চলবে না। সুতারাং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাস্তানরা সাবধান হয়ে যাও। আমি রাজপথ থেকে বেড়ে উঠা কর্মী। কোন অপশক্তি জনগন থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের প্রশাসন সুষ্ঠু নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে নির্বাচনে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী থাকবে। তাই ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনার নিজ নিজ কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দেবেন। মিরসরাইয়ে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে ব্যালেট বিপ্লবের মধ্যদিয়ে ঈগল প্রতীক বিপুল ভোটে জয়ী হবে।’

মিরসরাইয়ে বুধবার পথসভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি দিনব্যাপী বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, নির্বাচন সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক আছিফুর রহমান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গিয়াস উদ্দিন আরো বলেন, ‘আপনারা জোরজবরদস্তির চিন্তা করছেন, কেন্দ্র দখল করবেন সেসব চিন্তা মাথা থেকে ফেলে দেন মিরসরাইয়ের মানুষ আর সেসব করতে দিবে না। আমি অতীতে আপনাদের সাথে ছিলাম। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।’

পথসভায় গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘একটি পক্ষ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আমাদের কর্মীদের উপর হামলা করছে। আমাদের পোস্টার, ব্যানার ফেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনিকভাবে সবকিছু মোকাবেলা করবো। আমরা সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন চাই।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here