ভারতের রাজধানী দিল্লিতে শনিবার থেকে শুরু হওয়া স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ছিটমহল বিনিময় আর বন্দী প্রত্যর্পনের বিষয়ের ওপর জোর দেয়া হচ্ছে বলে কর্মকর্তারা বলছেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক ঢাকা সফরের সময়ে স্বাক্ষরিত প্রোটোকল চুক্তি অনুযায়ী দুই দেশের ১৬২ টি ছিটমহল বিনিময় হওয়ার কথা৻
ছিটমহল বিনিময়ের আইনি প্রক্রিয়াটি নিয়েই দু’দিনের এই বৈঠকে আলোচনা হবে বলে সরকারি সূত্রগুলি থেকে জানা গেছে৻
প্রোটোকল চুক্তি অনুযায়ী তিনবিঘা করিডোর বাংলাদেশের জন্য ২৪ ঘন্টা খুলে দিয়েছে ভারত, তবে সেখানকার পরিকাঠামো উন্নয়ন নিয়েও এই বৈঠকে কথা হতে পারে৻
এছাড়া, ভারত আর বাংলাদেশ – উভয়েই বন্দী প্রত্যর্পনের ব্যাপারে বিশেষ আগ্রহী৻
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি — আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিনকে খুঁজে বার করতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ।
অন্যদিকে, রাজশাহীর জেলে আটক আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার মহাসচিব অনুপ চেটিয়াকে ফেরত চায় ভারত৻
বাংলাদেশে মি. চেটিয়ার সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি সেদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন৻
বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলে দুই দেশের পক্ষেই তা লাভজনক হবে বলে সূত্রগুলি জানাচ্ছে৻
দুই দেশের চরমপন্থী সংগঠনগুলিও যেভাবে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করছে সেটিও ভারতের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে৻
এধরণের তৎপরতা রোধ, এবং সীমান্ত দিয়ে মানুষ ও মাদক পাচার রোধ করা, এসব বিষয় নিয়েও স্বরাষ্ট্র সচিবদের মধ্যে আলোচনা হবে বলে ভারতের সরকারি সূত্রগুলি জানিয়েছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক