সুপ্রীমকোর্টের আইনজীবী সমিতির কক্ষে জাতীয় নেতাদের ছবি টাঙানোর সিদ্ধান্তের প্রতিবাদে আওমীলীগ সমর্থিত আইনজীবীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

রোববার সকালে কর্যদিবসের শুরুতেই তারা সমিতির সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর আইনজীবী সমিতির সাধারণ সভায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মো. আতাউল গনি ওসমানীকে জাতীয় নেতা ঘোষণা করে তাদেরও ছবিও সভাপতির কক্ষে টানানোর সিদ্ধান্ত হয়। রোববার সকালে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া কথা রয়েছে।

অবস্থান কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রীম কোর্ট বারের সহ-সভাপতি জগলুল হোসনে আফ্রিক, সাবেক সভাপতি মাসুদ মজুমদার, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুসহ অন্যান্য নেতারা অংশ নিয়েছেন।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সুজন বলেন, ‘সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। জাতির পিতার ছবি যেকোনো স্থানে থাকতে পারে। তাই বলে অন্য কাউকে জাতীয় নেতা ঘোষণা করে জাতির পিতার ছবির পাশে টানানো সংবিধান লঙ্ঘন। তাই আমরা এ কর্মসূচি পালন করছি।’

তাদের দাবি সুপ্রীমকোর্ট বারের সভাপতির কক্ষে কোন নেতার ছবি টাঙানো হলে সংবিধান লঙ্ঘিত হবে। এছাড়া জিয়াউর রহমানের ছবি টাঙানোর তীব্র বিরোধিতা করছেন তারা।

এই নিয়ে আদালত প্রাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here