ভারতে ২০১৫ সালের সেরা ব্যক্তিত্ব 'গরু'ডেস্ক নিউজ :: বছর তো শেষ হওয়ার মুখে। শুরু হয়ে গেছে ২০১৫ সালের ‘সেরা’ বাছার পালা। ভারতে এ বছরের শ্রেষ্ঠ ‘ব্যক্তিত্ব’ কে বলুন তো? কেন, গরু! না, না ভুল পড়ছেন না।
নামিদামি মানব সন্তানদের কয়েকশ মাইল দূরে ঠেলে ইয়াহুর বিচারে ভারতে এ বছরের পার্সনালিটি অব দ্য ইয়ার গরু। ইস্যু অব দ্য ইয়ার ‘বিফ কন্ট্রোভার্সি।’ ইয়াহু একটি বিবৃতিতে জানিয়েছে গোটা বছর ভারতে সব থেকে বেশি ট্রেন্ড করছে যে শব্দ সেটি ‘গরু’।
গরুর এহেন জনপ্রিয়তার শুরু মহারাষ্ট্র সরকার সে রাজ্যে গো-মাংস নিষিদ্ধ করার পর থেকে। তারপর থেকেই অনলাইন হোক অফলাইন, আলোচনার হট টপিক কিন্তু সেই গরুই।

‘গো মাতা’-কে নিয়ে বিতর্ক, দাদরি, একের পর এক পুরস্কার ফেরানো, ‘অহিষ্ণুতা’ প্রসঙ্গ, সবকিছুর উৎস কিন্তু সেই চার পেয়ে গৃহপালিত পশুটিই।

আগের তিন বছরের মতো এবারো ইয়াহুর বিচারে ভারতের সেরা মহিলা সেলিব্রেটি সানি লিওন। পুরুষদের মধ্যে এ বছর সেরা সালমান খান। সেরা রাজনীতিক নরেন্দ্র মোদি। সেরা রাজনৈতিক ইভেন্ট বিহার নির্বাচন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here