পাবনার বেড়া উপজেলায় বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক মোয়াজ্জেম হোসেন (৩৪) উপজেলার দক্ষিণ বনগ্রামের আব্দুর আজিজের ছেলে।
নিহতের পরিবার জানান, ঈদের কয়েক দিন আগে মোয়াজ্জেম হোসেনের সঙ্গে প্রতিবেশী আব্দুল হাকিম ও মিরাজ হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রাক চালক মোয়াজ্জেম হোসেন বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে তার প্রতিবেশী আব্দুল হাকিম ও মিরাজ হোসেন তাদের কয়েকজন সহযোগীকে নিয়ে মোয়াজ্জেম কে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য করূপ্লক্সে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা