নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে যুব জাগপা। মঙ্গলবার সকালে শহরের চাষাড়াস’ নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক আরকে সজীবের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপসি’ত শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, ফজল হক, ফারম্নক হোসেন প্রমুখ।
সভায় তৈমুর আলম খন্দকার বলেন, একটি কুচক্রি মহল আমাদের বিরম্নদ্ধে ষড়যন্ত্র করছে। তৈমুর রাজনীতি থেকে অবসর নিচ্ছে বলে মিডিয়ায় গুজব ছড়িয়ে দিচ্ছে। তিনি এহেন ষড়যন্ত্রের কঠোর সমালোচনা করে বলেন, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করম্নক না কেন তৈমুর বিএনপির রাজনীতিতে আছে এবং ভবিষ্যতেও থেকে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিবে। বর্তমানে দেশে গ্যাস বিদ্যুতের চরম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিরাজ করছে উলেস্নখ করে তিনি দ্রম্নত এসকল সমস্যার সমাধান দাবি করেন। অন্যথায় নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের আন্দোলন সূচিত হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম আর কামাল/নারায়ণগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here