একশত টাকায় ২টাকা ৭৫ পয়সার পরিবর্তে কমিশন ১০ টাকা কারার দাবীতে শনিবার ধর্মঘাট, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মরকলিপি প্রদান করেছে গাইবান্ধার ফ্লেক্সিলোড ব্যবসায়ীরা। গাইবান্ধা শহরের ডিবি রোডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে জেলার ৭ উপজেলার প্রায় ৫ শতাধিক ফ্লেক্সিলোড ব্যাবসায়ীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন মিজানুর রহমান, দুলভ প্রাধান, রুহুল আমিন,ফারুক, তুহিন আহম্মেদ শূভ্র প্রমুখ। বক্তারা বলেন, একশ’ টাকার লোড দিয়ে কমিশন দেয়া হয় মাত্র ২টাকা ৭৫ পয়সা। যা দিয়ে ব্যবসায়ীদের পারিশ্রমিক ওঠে না। বক্তরা সকল মোবাইল কোম্পানীর কাছে একশ’ টাকায় ১০ টাকা কমিশন দাবী করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের ডিবি রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত(বিকাল ৪টা ১৫) সকল লোড ব্যবসায়ীরা ফ্লেক্সীলোড দেয়া বন্ধ রাখছে জেলার কোথায় লোড না দেয়ায় জনগনের দুর্ভোগ চরমে উঠছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা