গাইবান্ধায় পৃথক ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার ভোরে জেলার সাঘাটা, জুমারবাড়ী ও গোবিন্দগঞ্জ এ ঘটনাগুলি ঘটে। জানা যায়, জেলার জুমারবাড়ীর কামারপাড়ায় পারিবারিক কহলে এক সন্তানের জননী রিজু বেগম(২৪) কে জবাই করে হত্যা করেছে পাষান্ড স্বামী মিন্টু মিয়া। পুলিশ জানায় বুধবার ভোররাতে ছুরি দিয়ে রিজু বেগমকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ তার লাম উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এদিকে সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের বান্ড মিয়া পুত্র রণি (৪) পুকুরে ডুবে ও ওয়াপদা বাঁধে মৃত মধু মিয়ার স্ত্রী আশিত্র জয়ফুল (৫৫) নামে এক বৃদ্ধা বম্ম্রপুত্র নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। তার লাশ এখনো উদ্ধার করা হয়নি। অপরদিকে গোবিন্দগঞ্জ-রংপুর মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেলের চাপায় আজগর আলী(৬০) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটর সাইকেল আরোহী ও গুরুতর আহত হন। এছাড়া বালুয়া নামক স্থানে রংপুর থেকে বগুড়াগামী একটি বাসের চাপায় আব্দুল জব্বারের মৃত্যু হয়। গাইবান্ধা শহরের ব্রিজ রোডের মডার্ন মসজিদের পেছনে একটি পুকুরের পাড় থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার তালুক ফলগাছা গ্রামের তারা মিয়া (৩৬) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল থেকে থেকে বাড়াটিয়া সন্ত্রাসী সুজন ও ফিরোজকে গ্রেফতার করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধায়