হানিফ সংকেতের নাটকে অভিনয় করলেন হুমায়ুন ফরীদি। বরেণ্য এ দুই তারকার একসঙ্গে কাজ করার বিষয়টি দর্শকের জন্য অন্যতম চমক হিসেবে বিবেচনা করছে এটিএন বাংলা। ঈদের বিশেষ আয়োজনে এটিএন বাংলায় প্রচার হবে হানিফ সংকেত রচিত ও পরিচালিত নাটক প্রিয়জন নিবাস। আর এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন হুমায়ুন ফরীদি। ফাগুন অডিও ভিশন সূত্র থেকে জানা যায়, গত ৩ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন নাটকটি ধারণ করা হয় ঢাকার অদূরে সিঙ্গাইরে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পট ফাগুন নিকেতনে।

হানিফ সংকেতের নাটকের নামে যেমন থাকে ভিন্নতা, তেমনি এর গল্প, নির্মাণশৈলীতেও থাকে বৈচিত্র্য। আর বরাবরের মতোই থাকে একটি সামাজিক বক্তব্য। ছেলে-মেয়ে বড় হলে তাদের আলাদা সংসার হলে, বাবা-মায়ের সঙ্গে অনেকের সম্পর্কটাই তখন আর আগের মতো থাকে না। তৈরি হয় এক অযাচিত দূরত্ব। যদিও বৃদ্ধ বাবা-মা তাদের সন্তানদের কাছে চান আগের মতোই। কোলেপিঠে করে মানুষ করা সন্তানদের তারা কাছে পেতে চান নাড়ির টানে। কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেক বাবা-মাই ছেলেমেয়েকে কাছে পান না। তেমনই একটি গল্প নিয়ে অগ্রসর হয় ‘প্রিয়জন নিবাস’-এর কাহিনী। নাটকটির অন্যতম প্রধান চরিত্রে হুমায়ুন ফরীদি ছাড়া আরও অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, জয়, আনিসুর রহমান মিলন, দিপা খন্দকার, মিনারা জামান প্রমুখ। নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here