কাহিনী সংক্ষেপঃ

গ্রাম বাংলার একগুচ্ছ বর্নাঢ্য মানুষের কাহিনী পন্ডিতের মেলা। শিক্ষার আলো বিবর্জিত গ্রামীণ সমাজের বর্নাঢ্য মানুষ, তাদের আভ্যন্তরীণ আলো-অন্ধকার, সংস্কার-কুসংস্কার প্রভৃতি তীর্যক দৃষ্টিকোন থেকে একই সমান্তরালে স্থাপন করাই পন্ডিতের মেলা’র নাটকীয়তা। গল্পটি এক মধ্যবিত্ত পরিবারের পতিত বংশধরদের, লোভ-হিংসা-বিদ্বেষের বশে যারা ভাতৃত্বের বন্ধন হতে বিচ্ছিন্ন; বাস্তবতার নিরিখে কেউ প্রতাপশালী সমাজ নেতা, কেউ আদর্শবাদী শিক্ষক, কেউ ভিক্ষুক আবার কেউবা আপাতদৃষ্টিতে বদ্ধ উন্মাদ। পন্ডিতের মেলার কাহিনী এই বৃহৎ পরিবারের কর্মকান্ডের আলোকে আবর্তিত হয়। নাটকে আছে উন্মত্ত প্রেম, আছে খুনি, কুট কৌশলী গৃহবধু, বিধবা রমনী, দুরন্ত শিশু। এক ঝাঁক বর্নিল মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়ায় নাটকের কাহিনী হয়ে ওঠে প্রাণবন্ত। নাটকের প্রতিটি চরিত্র স্বতন্ত্র, তারা নিজেদের গল্প বলে একান্ত স্বকীয়তায়। আর এভাবে ব্যক্তি-সমাজ-সংসার এর কার্যকারণ সম্পর্ক নির্নয়ে পন্ডিতের মেলায় জীবনের আনন্দ বেদনার স্রোত প্রবাহিত হয় গতিময় ভঙ্গিমায়।

‘‘পন্ডিতের মেলা’’নাটকটি  রচনা করেছেন হাসান হাফিজুর রহমান ও পরিচালনা করেছেন মোহাম্মদ কামরম্নল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালেহ আহমেদ, আবুল হায়াত, এটিএম শামছুজ্জামান, মামুনুর রশীদ,রাইসুলইসলামআসাদ, খায়রুল আলম সবুজ, ফকরুল হাসান বৈরাগী, ফারুক আহমেদ, আজিজুল হাকিম, জাহিদ হাসান, শাহেদ শরীফ খান, মীর সাবিবর, ডলি জহুর, চিত্রলেখা গুহ, ফারজানা ছবি, কুসুম সিকদার, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।

 

অতিথি শিল্পী     ঃ      নায়ক রিয়াজ, বিদ্যা সিনহা মিম ও অন্যান্য।

ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here