কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) ১ম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। ইউনিট সমন্বয়কারী অফিস সূত্রে জানা যায়, মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষাথীদের মেধাক্রম অনুসারে ১১, ১৩ ও ১৫ ডিসেম্বর সকাল ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার গ্রহণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ১৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করে ২০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ৮ জানুয়ারী সকাল ৯টায় ডীন অফিসে অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তদের ক্রমানুযায়ী সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উল্লেখ্য ২০ ডিসেম্বরের পর মেধা তালিকায় স্থান প্রাপ্তরা কোনক্রমেই ভর্তি হতে পারবে না।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া