শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে দেশের উত্তর জনপদের জেলাগুলোতে। অনুভূত হচ্ছে ঠাণ্ডা আর শীতের কাঁপুনী। সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে শুরু হচ্ছে কুয়াশা। হিমেল কুয়াশা ধীরে ধীরে ঢেকে ফেলছে জনজীবন। তাই শীতের প্রকোপ থেকে বাচতে প্রস্তুতি হিসেবে সিরাজগঞ্জ শহরের এসএসরোড, বাজার ষ্টেশন,সিঙ্গাপু রমার্কেট বাসস্ট্যান্ড,কোট চত্বর,সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নতুন ও পুরাতন শীতবস্ত্রের কেনাকাটা শুরু হয়েছে পুরোদমে। পুরাতন শীতবস্ত্রের পাশাপাশি তৈরি জ্যাকে, সোয়েটার, কানটুপি, মাপলার বেচাকেনা তুঙ্গে। পুরাতন শীতবস্ত্রের দাম গতবারের তুলনায় এবার কিছুটা বেড়েছে। তারপরও নতুনের চেয়ে তুলনামূলক কমদাম বলে শহর ও গ্রামের সব শ্রেণীর মানুষ পুরতন শীতের পোশাক কিনছে। শহরের জামান কমপ্লেক্স ভবনের সামনে দেখা গেছে, রাস্তার পাশদিয়েই পুরাতন কাপড় ব্যবসায়ীরা শীতবস্ত্রের পশরা সাজিয়ে বসেছে। এসব দোকানে খুচরা ও পাইকারী মূল্যে পুরাতন শীতবস্ত্র বিক্রি করা হয়। বর্তমানে শীত জেঁকে না বসলেও দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। তাছাড়া কুয়াশা ঘন আচ্ছন্ন হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে দোকানগুলোতে ভীড় করছে ক্রেতারা। কয়েকজন ক্রেতা জানান, গতবছরের তুলনায় কাপড়ের দাম এবার বেশচড়া। গতবার বাচ্চাদের যে কাপড় ৩০-৪০ টাকার মধ্যে ছিল তা এবার ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। বড়দের যে কাপড় ৮০-৯০ টাকায় ছিল এবার তা বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। পুরাতন কাপড় ব্যবসায়ী ফয়সাল জানান, গতবারের কিছু কাপড় এখনও আটকে আছে। সেগুলো বিক্রি করাই মুল উদ্দেশ্য। যেন গরু বিক্রি করে দঁড়ি আলগা করার মতো অবস্থা। কারণ ওখানেই  ৫০ হাজার টাকা আটকে আছে। এছাড়া বাজার ষ্টেশন পৌর সিএনজি ষ্টেশন সংলগ্ন সিঙ্গাপুর মার্কেটে প্রতিদিন ভির হচ্ছে। মুলত এটিউ সিরাজগঞ্জের একমাত্র পুরাতর শতি বস্ত্রের মার্কেট। মূলত তাইওয়ান, জাপান ও কোরিয়া থেকে পুরাতন শীতবস্ত্র আসছে। ১শ’ কেজি ওজনের এক বেল ছোটদের শীতের কাপড়ের দাম ৭ থেকে সাড়ে সাত হাজার টাকা। ৮০ থেকে ১শ’ কেজি ওজনের জ্যাকেট ও সোয়েটারে এক বেলের দাম পড়ছে ৮ হাজার টাকা। বর্তমানে বাজারে ছোট ও বড়দের শীতের পোশাক প্রতি পিসে ৪০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। পুরাতন কাপড়ের পাইকারি ব্যবসায়ী বাবলু ী বলেন, মোকামে বেলের দাম না বাড়লেও স্থানীয় বাজারে প্রতি বেল ৮শ’ থেকে ১ হাজার ২শ’ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারেও বাড়তি দামের প্রভাব পড়েছে বলে তিনি মন্তব্য করেন। পুরাতন কাপড় ক্রেতা কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, প্রতি বছরই পরিবারের ছেলে-মেয়েদের জন্যে অল্প দামে শীতের কাপড় কিনতে শহরে আসে। কম দামে ভালো ভালো কাপড় পাওয়া যায়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here