লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উর্যাপন জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: এসো হে বৈশাখ, এসো, এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি গুচি হোক ধরা এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৪) উর্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে শক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রদান-প্রদান সড়ক প্রদক্ষিন করে।

পরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে জেলা বাসী বর্ষবরণ পালন করেন।

র‌্যালিতে বাঙ্গালীর ঐতিহ্যবাহী পালকী, জেলে ও কামার-কুমার সমপ্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়। এ সময় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান হির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা হির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সরকারি কলেজ শোভাযাত্রা বের করে
লক্ষ্মীপুর সরকারি কলেজ শোভাযাত্রা বের করে

এ দিকে বর্ষবরণে লক্ষ্মীপুর সরকারি কলেজ শোভাযাত্রা বের করে শহর প্রদান-প্রদান সড়ক প্রদক্ষিন করে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানসহ শিক্ষক মন্ডলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকীব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগের আহবায়ক রাফসান জনি বাপ্পি, যুগ্ন-আহবায়ক জিহাদসহ সকল শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুর হলি হালর্স স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বর্ষবরণ
লক্ষ্মীপুর হলি হালর্স স্কুল এন্ড কলেজ এর বর্ষবরণ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৪) উদযাপন করেছে লক্ষ্মীপুর হলি হালর্স স্কুল এন্ড কলেজ। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন, স্কুল ক্যাম্পাসে পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় প্রতিষ্ঠানটি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, রেক্টর চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উল্লাহ, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন প্রমুখ।

জেনারেল ম্যানেজার মিরাজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক ফাতেমা বেগম, রেহানা আক্তার, দিলরুবা আক্তার, আবদুল আখের, জয়নাল আবেদিন, মুর্শিদা আক্তার, জামাল উদ্দিন, আবদুস শাকিলসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here