মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, মোরেলগঞ্জ প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব অনুষ্ঠান। ২০১৭ সালের প্রথমদিন রোববার সকাল ১০টায় মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. হান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  ফারুকুল ইসলাম প্রমূখ।

অপর দিকে পৌরসভার মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় ও বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপসি’ত থেকে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান প্রমূখ।

এছাড়াও পৌরসভার লতিফিয়া ফাজিল মাদ্রাসা, এসিলাহা উচ্চ বিদ্যালয়, আ. আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মনোয়ারা বেগম মহিলা দাখিল মাদ্রাসা, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, আবু হুরায়রা (রা.) আদর্শ দাখিল মাদ্রাসাসহ উপজেলার ৬৫টি মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি দাখিল মাদ্রাসা, ৩০৮টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও ১৫টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এক যোগে বই তুলে দেয়া হয়। আর বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত শিক্ষার্থীরা ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here